চৌগাছায় গত দুইদিনে নতুন করে আক্রান্ত ২০

যশোরের চৌগাছায় গত দু’দিনে নতুন করে আরও ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন চৌগাছা হাসপাতাল কর্তৃপক্ষ।

নতুন আক্রান্তরা হলেন, পৌরসভার ৬ নং ওয়ার্ডের আসমা সুলতানা (৪৭), ৫ নং ওয়ার্ডের শ্যামলী আক্তার (২১), ৭ নং ওয়ার্ডের শাওন ইসলাম (৫০), ব্র্যাকপাড়ার রহিদুল ইসলাম (৫০), চৌগাছার রায়হান উদ্দিন (২৬), উপজেলার স্বরুপপুর গ্রামের আতিউর রহমান (৬৫), সুখপুকুরিয়া গ্রামের মতিয়ার রহমান (৬৮), স্বরুপদাহ গ্রামের আমজাদ হোসেন (৬০), একই গ্রামের নুরুজ্জামান (৫৫), পাশাপোল গ্রামের মুকুল হোসেন (৬০), জগদীশপুর গ্রামের নিশান (২৬), একই গ্রামের সবুরা বেগম (৬৫), জবেদা খাতুন (৬০), নবিছন খাতুন (৬০), পাতিবিলা গ্রামের নুর ইসলাম (৬০), একই গ্রামের শাহিদা বেগম (৫০), সিংহঝুলী গ্রামের তানিয়া আলম (৩৫), ফুলসারা গ্রামের সেলিম উদ্দিন (৩২), নারায়নপুর গ্রামের রেবেকা খাতুন (৪০) এবং শার্শা উপজেলার বেলতা গ্রামের সিরাজুল ইসলাম (৫০)।

আরো পড়ুন:
ময়মনসিংহের ত্রিশালে মোবাইল কোর্টে জরিমানা
লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে ফুলবাড়ী উপজেলা প্রশাসন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার লাকি জানান, উপজেলার প্রত্যান্ত গ্রামাঞ্চলের ঘরে ঘরে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ সকলকেই মেনে চলার আহবান করেন। সকলের সচেতনতায় সংক্রমণরোধ করা সম্ভব হবে।