লালপুরে প্রান্তিক চাষীরা পেলো বীজ ও সার

উফশী ও হাইব্রিড জাতের রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে নাটোরের লালপুরে ৩শ জন প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

খরিপ-২ ২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্র্মসূচীর আওতায় বুধবার (৩০জুন) বিকেলে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম উপজেলার ৩শ জন চাষীদের মাঝে হাইব্রিড জাতে ২ কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি, উফশী জাতের ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

আরো পড়ুন:
যশোর জেলা যুবমহিলা লীগের পক্ষ থেকে মাস্ক বিতরণ করলেন সোনালী
জয়পুরহাটের তরুণ তানভীর আহমেদের ডায়ানা অ্যাওয়ার্ড অর্জন

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ ও উপ-সহকারী কর্র্মকর্তারা উপস্থিত ছিলেন।