সোমবার না, বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন

সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হলেও বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সর্বাত্মক লকডাউন শুরু হবে বলে সিদ্ধান্ত হয়েছে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে।

শনিবার (২৬ জুন) সন্ধ্যায় সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন প্রধান তথ্য কর্মকর্তা। তিনি জানিয়েছেন, পহেলা জুলাই থেকে এক সপ্তাহের জন্য আপাতত সর্বাত্বক লক ডাউন ঘোষনা করা হয়েছে। প্রয়োজনে এটি বাড়ানো হতে পারে। তবে এ লকডাউনের আওতায় জরুরি পরিসেবা, আর্থিক প্রতিষ্ঠান, গণমাধ্যম কর্মীরা বাদ থাকবে।

তবে বুধবার পর্যন্ত সবধরনের আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী টেলিফোনে বৈঠকের কথা জানিয়ে বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বিস্তারিত জানাবেন। বৃহস্পতিবার থেকে লকডাউন দেওয়ার বিষয়ে তিনি নিশ্চিত করে বলেন, এ রকমই সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, বাজেট অধিবেশন ও বাজেট পাসের কারণে ১ জুলাই থেকে লকডাউন কার্যকর হবে।

এর আগে, শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী সোমবার থেকে দেশে কঠোর লকডাউন শুরু হবে। আর আগামীকাল থেকে দেশের সবধরনের গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার।