পাঁচবিবিতে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দিয়ে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে । ঘটনার পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এদিকে ঘটনার পর খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল পাঁচবিবি) ইসতিয়াক আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনাস্থল পরিদর্শন করেন। মঙ্গলবার রাতে এঘটনা ঘটে।

বীর মুক্তিযোদ্ধার ছোট ভাই জয়নাল আবেদীন ঝিনু বলেন, আমার ভাই বীর মুক্তিযোদ্ধা জলিলুর রহমান মেয়ের জন্য দানেজপুর গ্রামের হরিহরপুর মৌজায় ৬ শতক জমি ক্রয় করে সীমানা প্রাচির নির্মাণ করছে। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ মুকুল হোসেন শুকটা মঙ্গলবার রাতের আঁধারে সংঘব্ধ দল বেঁধে এসে সেই সীমানা প্রাচির ভেঙে দেয়। এছাড়াও বিষয়টি সমাধানের চেষ্টায় পৌরসভায় একাধিকবার বৈঠক হলেও মানতে নারাজ প্রতিপক্ষর পরিবার।

এবিষয়ে প্রতিপক্ষ শুকটার স্ত্রী নার্কিস বলেন, মুক্তিযোদ্ধার পরিবারের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। বিভিন্ন মহলে অভিযোগ দিয়েও কোন সমাধান না হওয়ায় বিষয়টি সমাধানের লক্ষ্যে আমি নিজেই ভেঙে দিয়েছি।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দিয়ে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে । ঘটনার পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এদিকে ঘটনার পর খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল পাঁচবিবি) ইসতিয়াক আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনাস্থল পরিদর্শন করেন। মঙ্গলবার রাতে এঘটনা ঘটে।

বীর মুক্তিযোদ্ধার ছোট ভাই জয়নাল আবেদীন ঝিনু বলেন, আমার ভাই বীর মুক্তিযোদ্ধা জলিলুর রহমান মেয়ের জন্য দানেজপুর গ্রামের হরিহরপুর মৌজায় ৬ শতক জমি ক্রয় করে সীমানা প্রাচির নির্মাণ করছে। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ মুকুল হোসেন শুকটা মঙ্গলবার রাতের আঁধারে সংঘব্ধ দল বেঁধে এসে সেই সীমানা প্রাচির ভেঙে দেয়। এছাড়াও বিষয়টি সমাধানের চেষ্টায় পৌরসভায় একাধিকবার বৈঠক হলেও মানতে নারাজ প্রতিপক্ষর পরিবার।

আরো পড়ুন:
শিবগঞ্জে ফেনসিডিলসহ আহত অবস্থায় ২ মোটরসাইকেল আরোহী গ্রেফতার
ঝিকরগাছায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এবিষয়ে প্রতিপক্ষ শুকটার স্ত্রী নার্কিস বলেন, মুক্তিযোদ্ধার পরিবারের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। বিভিন্ন মহলে অভিযোগ দিয়েও কোন সমাধান না হওয়ায় বিষয়টি সমাধানের লক্ষ্যে আমি নিজেই ভেঙে দিয়েছি।

জুন ২৩.২০২১ at ১৯:৫১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/পাঁচ/এইচআর