শিবগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে পন্ড হলো জুয়ার আসর 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গড় মহাস্থান এলাকায় ইউএনও’র হস্তক্ষেপে জুয়ার আসর পন্ড হয়েছে। জুয়া খেলার অপরাধে ৪জুয়ারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও করা হয়েছে।
২২জুন বিকাল ৬টা ২০মিনিটের সময় গড় মহাস্থান দুধ পাথর ভিটা এলাকায় অভিযান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এতে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় গড় মহাস্থান এলাকার মৃতঃ গোরাফ আকন্দের ছেলে বাবলু আকন্দ (৪০), মৃতঃ ছকমল খাঁর ছেলে আরিফুল ইসলাম (২৫), আব্দুস সামাদের ছেলে রুহুল আমিন(২৮) ও মৃতঃ ইয়াজ উদ্দীনের ছেলে মোঃ কদম (২৬) কে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  উম্মে কুলসুম সম্পা।
উপস্থিত স্বাক্ষীদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে তাদের  অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের ১৮৬৭ সালের জুয়া আইনে জরিমানা আদায় করে সর্তক করে দেওয়া হয়।

আরো পড়ুন:
শিবগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে কর্মশালা

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  উম্মে কুলসুম সম্পা বলেন, জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।

জুন ,২২.২০২১ at ২০:২২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরইআর/এসআর