দুমকিতে – ইউপি নির্বাচন ৩ইউপি নির্বাচনে নৌকার বিজয়

পটুয়াখালীর দুমকিতে ৩ ইউপি নির্বাচনে আ’লীগের
নৌকা মার্কার প্রার্থীরা বিজয়ী হয়েছে। উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে (ইভিএম)
আ’লীগের প্রার্থী সৈয়দ গোলাম মতুর্জা (নৌকা) ৪হাজার ১শ’ ৪৯ ভোট পেয়ে বেসরকারি
ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দি জাতীয় পার্টির আলহাজ্জ মো: সুলতান আহম্মেদ হাওলাদার (লাঙ্গল) পেয়েছেন ২হাজার ৭শ’ ৭০ ভোট। পাংগাশিয়া ইউনিয়নে আ’লীগের প্রার্থী এড. গাজী নজরুল ইসলাম (নৌকা) ৩হাজার ৮শ’ ৮৯ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো: আলমগীর সিকদার
(অটোরিস্কা) পেয়েছেন ৩হাজার ৮শ’৮৫ ভোট। মুরাদিয়া ইউনিয়নে আ’লীগের প্রার্থী মো:
মিজানুর রহমান সিকদার (নৌকা) ২হাজার ৫শ’ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোসা আকলিমা বেগম আখি (আনারস) পেয়েছেন ২হাজার
১শ’ ৩০ ভোট। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

তিন ইউনিয়নের একটিতে ইভিএম ও দু’টিতে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইউনিয়ন তিনটির শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। র‍্যাব, পুলিশ, বিজিবি, ডিবি পুলিশের ছিলো কড়া নজরদারি। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কেন্দ্রে কেন্দ্রে ঘুরতে দেখা গেছে। ভোটারদের উপস্থিতিও ছিলো লক্ষনীয়। তবে ফলাফল প্রকাশ নিয়ে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ১নং কেন্দ্র ও ৪নং কেন্দ্রে নৌকা ও আনারস প্রতীকের কর্মী-সমর্থকের মধ্যে গোলযোগ সৃষ্টি হয়। ৪নং কেন্দ্রের ফলাফল রদবদলের চেষ্টা করা হলে

কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। খবর পেয়ে নির্বাহি মেজিষ্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স বিজিবির টিম কেন্দ্রের দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তাদের স্কট দিয়ে উপজেলায় নিয়ে যায়।

জুন ২২.২০২১ at ১২:৩৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জউ/এইচআর