বেলজিয়াম গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে নামছে

নিজেদের শেষ ম্যাচে বেলজিয়ামের প্রতিপক্ষ ফিনল্যান্ড। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রেড ডেভিলরা।

ইউরোতে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিতের মিশনে রাতে মাঠে নামবে বেলজিয়াম। নিজেদের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ফিনল্যান্ড। সেন্ট পিটার্সবার্গে ম্যাচটি মাঠে গড়াবে রাত ১টায়। একই সময় আরেক ম্যাচে পার্কেন স্টেডিয়ামে রাশিয়ার মুখোমুখি হবে ডেনমার্ক।

ইউরোতে উড়ছে বেলজিয়ামের বিজয় নিশান। রাশিয়াকে ৩-০ গোলে হারিয়ে শুরু। পরের ম্যাচে ডেনমার্কের বিপক্ষে জয় ২-১ গোলে। লুকাকু, থমাস মুনিয়ের, থরগান হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনাদের ম্যাজিকে বিধ্বস্ত হচ্ছে প্রতিপক্ষ। নকআউট পর্ব নিশ্চিতের পর, এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশন বেলজিয়ামের। প্রতিপক্ষ ফিনল্যান্ড। ‘বি’ গ্রুপে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রেড ডেভিলরা। এক জয়ে তিনে আছে ফিনল্যান্ড। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে সব প্রতিবন্ধকতা জয়ে উন্মুখ মার্টিনেজ শিষ্যরা।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১১ ম্যাচেই অপরাজিত বেলজিয়াম। রাশিয়া বিশ্বকাপে অল্পের জন্য হয়নি স্বপ্ন পূরণ। ইউরোতে অধরা সে লক্ষ্য পূরণেই এবার নাকি এসেছে বেলজিয়াম। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির হয়ে মুখে পাওয়া চোট এখনও ভোগাচ্ছে দলের অন্যতম সেরা তারকা কেভিন ডি ব্রুইনাকে। ব্যথা আছে এখনও। তাতে কি, নিজেদের ফুটবল ইতিহাসে বড় কোনো ট্রফি জয়ের পথে যেন সব তুচ্ছ তার কাছে।

বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা বলেন, ‘আমাদের সমর্থকদের কখনোই বড় কোনো শিরোপা দিতে পারিনি আমরা। এবার দলের সবাই দারুণ ফর্মে আছে। প্রতিটা সুযোগ কাজে লাগাতে চাই আমরা। বিশ্বকাপে যা পারিনি ইউরোতে তাই করে দেখাতে চাই।’

ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে কিছুটা অনিশ্চয়তা আছে অ্যাক্সেল উইটসেল ও ইডেন হ্যাজার্ডের খেলা নিয়ে। ম্যাচের আগে ফিটনেস দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন কোচ।

প্রতিপক্ষ ফিনল্যান্ড ডেনমার্ককে প্রথম ম্যাচে হারালেও, রাশিয়ার কাছে হেরেছে। এ ম্যাচে যদি বেলজিয়ামের বিপক্ষে জয় আসে তবে তারাও পেয়ে যাবে নকআউট পর্বের টিকিট। প্রতিপক্ষ বেলজিয়ামের সঙ্গে পরিসংখ্যানটা বেশ মধুর তাদের। দু’দলের ১১ বারের দেখায় চার জয়ে এগিয়ে আছে ফিনল্যান্ড। তিন ম্যাচে জয় আছে বেলজিয়ামের।

নকআউট পর্ব নিশ্চিতে মিশনে ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে রাশিয়া। এ ম্যাচে জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে ২০১৮ বিশ্বকাপের আয়োজকদের। ড্র করলেও সুযোগ থাকবে তাদের। অন্যদিকে এখনও কোনো জয় না পাওয়া ডেনমার্কও চায় একটা জয় দিয়ে পরবর্তী রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে।