মাঠে গড়াল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ব্যাটিংয়ে ভারত

আবহাওয়ার কথা মাথায় রেখেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) রিজার্ভ ডে রেখেছে ফাইনালে। বিশ্লেষকরা মনে করছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের খেলা গড়াবে রিজার্ভ ডেতে।

প্রথমবার টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সাউদাম্পটনে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। বৃষ্টিতে প্রথম দিনের খেলা ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় দিনে শনিবার (১৯ জুন) নির্দিষ্ট সময় শুরু হলো কাপ যুদ্ধ।

পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিলেও ব়্যাঙ্কিং অনুযায়ী এই মুহূর্তে নিউজিল্যান্ড বিশ্বের এক নম্বর দল। ভারত রয়েছে দুইয়ে।

আবহাওয়ার কথা মাথায় রেখেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) রিজার্ভ ডে রেখেছে ফাইনালে। বিশ্লেষকরা মনে করছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের খেলা গড়াবে রিজার্ভ ডেতে।

নিউজিল্যান্ডের প্রথম একাদশ
টম লাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), কলিন ডি’গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।

ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহঅধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, জশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা এবং মোহাম্মদ সামি।