সিলেটে নিজ স্ত্রী ও দুই শিশু হত্যাকান্ডের ঘটনায় স্বামী হিফজুর গ্রেফতার

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিন্নাকান্দি গ্রামে একই পরিবারের তিন জনের গলাকাটা মরদেহ (১৬ জুন) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার (১৯ জুন) দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় স্বামী হিফজুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ‘ঘটনার রাতে ওই ঘরে কেউ প্রবেশ করেনি। কারণ দরজা ভাঙার কোনো আলামত নেই। এছাড়া তিনি (হিফজুর) ঘটনার দিন সকালে ৩ জনকে ফোন দিয়েছেন। এর মধ্যে দুই জনকে বলেছেন তিনি অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আর আমাদের কাছে ঘটনা স্থলের যে ছবি আছে তাতে দেখা যাচ্ছে, হিফজুর তার স্ত্রী ও সন্তানদের উপর শুয়ে আছেন। তবে তার পায়ে মাটি লাগানো।

আরো পড়ুন:
আত্রাইয়ে সন্ধ্যা ৬ টার পর দোকান খোলা রাখায় জরিমানা
কক্সবাজারের পেকুয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন বাতি ঘরের উদ্যোগে বৃক্ষ রোপন ও চারা বিতরণ

ধারণা করা হচ্ছে তিনি বেশ কিচ্ছুক্ষণ ঘরে হাটাহাটি করেছেন। এসব তথ্য উপাত্তের ভিত্তিতে আমরা মনে করছি তিনিই এঘটনায় জড়িত। তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের চিকিৎসকরা আমাদের জানিয়েছেন আলিমা বেগম ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আঘাতে তার বাচ্চাটিও মারা যায় । আমরা আপাতত এটাকে ট্রিপল মার্ডার ধরছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনে এটাকেও মামলায় সংযোজন করা যাবে।

জুন ১৯.২০২১ at ১৬:০৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কাসেম/এইচআর