আত্রাইয়ে সন্ধ্যা ৬ টার পর দোকান খোলা রাখায় জরিমানা

নওগাঁর আত্রাইয়ে প্রিন্স ফাস্টফুড এন্ড কনফেকশনারি সন্ধ্যে ৬ টার পর দোকান খোলা রাখায় অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার রাত ৮ টার সময় উপজেলার নাহার গার্ডেন শেখ কমপ্লেক্সে প্রিন্স ফাস্টফুড এন্ড কনফেকশনারি দোকান খোলা রাখায় ও বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় দোকানদার মোঃ আব্দুল রাজ্জাককে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন:
পীরগঞ্জে শালবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে আরো বলেন, আইন অমান্য করে নির্দিষ্ট সময়ের বাহিরে যেসব ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করছে তাদের জরিমানার আওতায় আনা হচ্ছে। এবং পরবর্তীতে তারা সংশোধিত না হলে, কঠোর ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জুন ,১৮.২০২১ at ১১:২২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/কেআর/এসআর