নেত্রকোনা-কেন্দুয়া মহাসড়ক সংস্কারের দাবি ছাত্র ইউনিয়নের

নেত্রকোনা-কেন্দুয়া মহাসড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মদনপুর কলেজ সংসদ। এসময় মহাসড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে নেত্রকোনা সড়ক ও জনপদ বিভাগে স্মারকলিপি প্রদান করেন কলেজ সংসদের নেতৃবৃন্দ, একইসাথে সড়কটি সংস্কারে সাত কার্যদিবসের আল্টিমেটামও দেয়া হয়।

সোমবার (১৪ জুন) ছাত্র ইউনিয়ন, মদনপুর শাহ সুলতান (রঃ) ডিগ্রি কলেজ শাখার লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, ২৬ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ,সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের একমাত্র সড়কপথ।প্রায় ০৬ বছর যাবত বিভিন্ন জটিলতার কারণে সড়কটি সংস্কার হচ্ছে না। নেত্রকোনা সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আগামী বছরের জুন মাসের মধ্যে তিনটি প্যাকেজে কাজ পরিচালনার কথা জানা যায়।রাস্তার এই বেহাল দশার কারণে এলাকার মানুষদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলেও কর্তৃপক্ষের নিরব ভূমিকা দৃশ্যমান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রায় ২৬ কিলোমিটার দৈর্ঘ এই সড়কটি দিয়ে প্রতিদিন গড়ে কয়েক হাজার মানুষ দৈনিক নিত্য প্রয়োজনে যাতায়াত করেন।এর মধ্যে শিশু,বয়স্ক মানুষ,গর্ভবতী নারী,অসুস্থ্য মানুষজন চলাচল করেন।কিন্তু প্রায় ছয় বছর যাবত সড়কটির নির্মান কাজের গাফিলতির কারণে সড়ক দূর্ঘটনা সহ নানান সমস্যার সৃষ্টি হচ্ছে।

আরো পড়ুন:
চিলমারীতে আম গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রেসক্লাব যশোরের নির্বাচনে ১৫ পদে ২৭ জনের মনোনয়নপত্র দাখিল

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কলেজ সংসদের সভাপতি আজিজুর রহমান সায়েম,নেত্রকোনা জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি পার্থ প্রতিম সরকার, সহ-সম্পাদক অনাবিলা সরকার, নেত্রকোনা শহর কমিটির সাধারণ সম্পাদক আল-সায়েম, জেলা কমিটির দপ্তর সম্পাদক, মাহমুদ ওবায়দুল্লাহ উৎস,জেলা কমিটির সংগঠনিক সম্পাদক, তাজিম রহমান, শিক্ষার্থী শাহরিয়ার ইমন পিয়াস প্রমুখ।