শার্শায় ভূমিহীনদের আবাসন প্রকল্পের শুভ উদ্বোধন করেন-এমপি শেখ আফিল উদ্দিন

শার্শা সদর ইউনিয়নের কুলপালা-গাতিপাড়া গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীনদের আবাসন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা থেকে বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননন্দিত জননেতা শেখ আফিল উদ্দিন এমপি মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সহকারী কমিশন (ভুমি) রাসনা শারমীন মিথী, শার্শা থানা ওসি বদরুল আলম খাঁন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।

আরো পড়ুন:
রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১২ জনের মৃত্যু

সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারের পক্ষ থেকে ঘর সরবরাহের প্রতিশ্রুতির অংশ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় শার্শা সদর ইউনিয়নের কূলপালা-গাতিপাড়া গ্রামে এই আবাসনে ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন এমপি শেখ আফিল।