দিশারী যুব ফাউন্ডেশন ও আন্তর্জাতিক মানবাধিকার খুলনা শাখার মাস্ক ও গেঞ্জি বিতরণ

গত ১১/০৬/২০২১ইং তারিখ রোজ শুক্রবার বৈকাল ৫:০০ ঘটিকা হইতে সন্ধ্যা ০৭:০০ ঘটিকা পর্যন্ত দিশারী যুব ফাউন্ডেশন ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন খুলনা শাখার যৌথ উদ্যোগে ৪০০ পিছ মাস্ক ও করোনা ভাইরাস সচেতনতামূলক ২৫০ পিছ গেঞ্জি খালিশপুর ও সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে বিতরণ করা হয়। উক্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিশারী যুব ফাউন্ডেশন খুলনা শাখার সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদস্য দিশারীয়ান মোঃ আব্দুর রাজ্জাক।

তিনি নগরীর বিভিন্ন এলাকায় ইজি বাইকে করে রিক্সাচালক, ইজিবাইকচালক, বাসচালক, যাত্রী ও সাধারণ জনগণের মাঝে করোণা ভাইরাস সচেতনামূলক গেঞ্জি ও মাস্ক বিতরণ করেন।

আরো পড়ুন:
নোটিশের জবাব দেওয়ার আগেই পিটিয়ে হাসপাতালে পাঠালেন ভাইস-চেয়ারম্যান
ঘুরে দাঁড়াতে চাই চৌগাছার পঙ্গু মিন্টু, সকলের সহযোগিতা কামনা

উল্লেখ্য যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ শাখার পক্ষ থেকে সারাদেশে ১০,০০০ করোনা ভাইরাস সচেতনতা মূলক টি-শার্ট ও ১০,০০০ মাস্ক এবং দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে ৫০০০ মাস্ক বিতরণ করা হয়।