যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন বিপুল

যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। বৃহস্পতিবার দুপুরে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

গত ৩ জুন পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার মৃত্যু হলে পদটি শুন্য হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মমতাজ বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যশোর জেলার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা গত ৩ জুন মৃত্যুবরণ করায় উক্ত উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী বর্ণিত উপজেলা পরিষদ চেয়ারম্যানের অনুপস্থিত থাকাকালীন সময়ে উপজেলা পরিষদের আর্থিক ক্ষমতা প্যানেল চেয়ারম্যান-১ আনোয়ার হোসেনকে নির্দেশক্রমে প্রদান করা হলো।’

দায়িত্ব নেয়ার আগে তিনি যশোর শহরের গরীবশাহ রোডে ও উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রায়ত উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার কবর জিয়ারত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান তাকে দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব নেয়ার সময় আনোয়ার হোসেন বিপুলের সাথে ছিলেন লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী, চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস, যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেদ হোসেন নয়ন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দাউদ হোসেন দফাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহরাব হোসেন, জেলা যুবলীগের পাঠাগার সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, জেলা শ্রমিকলীগের অর্থ সম্পাদক মোফাজ্জেল হোসেন, শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুর রহমান শহীদ, চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ, হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, চিত্র নায়ক সাহের খান রবি, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল, বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাগর খান, যুগ্ম-আহবায়ক আখতারুল কবির মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, জাকির হোসেন, মুক্তিযুদ্ধ মঞ্চের জেলা সভাপতি মাহাবুবুর আলম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, শহর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রেযোয়ান হোসেন মিথুন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, সদর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুস, সদর উপজেলা ছাত্রলীগের সদস্য ইমরান হোসেন, সদস্য সাজিদুর রহমান পিয়াস, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, শামীম আহমেদ, রায়সুল ইসলাম প্রমুখ।