আত্রাই রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নওগাঁর আত্রাইয়ের রেলস্টেশনের অবৈধ জায়গায় অভিযান চালিয়ে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশনের জায়গায় গড়ে ওঠা এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ১১টার থেকে বিকাল ৩ টা পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল এস্টেট অফিসার মোঃ নুরুজ্জামান। এ সময় সান্তাহার রেলওয়ে কর্মকর্তা মোঃ মহাসিন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইফতেখারুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:
রাণীশংকৈলে একই পরিবারের ৩ জনসহ ৭ জন করোনায় শনাক্ত

উচ্ছেদ অভিযানে রেলওয়ে বিভিন্ন জায়গায় গড়ে ওঠা প্রতিষ্ঠান দীর্ঘদিন খাজনা না দেওয়ায় এবং অবৈধভাবে স্থাপনা করায় বিভিন্ন প্রতিষ্ঠান হতে ৭৭ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এবং ৩টি দোকানে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন সহ ৩টি দোকান তালাবদ্ধ করা হয়।