জয়পুরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার, এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে জয়পুরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা (জেআরডিএম) আয়োজনে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ চারমাথা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন এলাকা ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন রুকিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান কবির এপ্লব, পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার জুয়েল রানা, জেআরডিএম এর সহকারী পরিচালক ওয়ালিউজ্জামান প্রমুখ।

আরো পড়ুন:
পাইকগাছায় বনবিবি’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বক্তারা বলেন, করোনা কালীন লকডাউনের সময় বায়ু দূষণের মাত্রা খানিকটা হলেও কমেছে। তবে মাস্ক, গভসসহ বিভিন্ন পস্টিক, পোল্ট্রির বর্জ্য সঠিক স্থানে না ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। সবাই উদ্বিগ্ন না হয়ে পরিবেশের সচেতনতার বিষয়ে সক্রিয় হতে হবে ।