লালপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণ

নাটোরের লালপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫২ জুন) দুপুরে উপজেলায় প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রাণিসম্পদ ও মৎস্য প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এর শুভ উদ্বোধন করেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী।

এই প্রদর্শনীর জন্য পশু ও পাখির ৩১ টি স্টোল দেন বিভিন্ন খামারিরা। মেলায় অংশগ্রহণকারী স্টলগুলো পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী। স্টোল প্রদর্শনী শেষে সেখানে মেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ সুমারী খাতুন, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, খামারী মমিনুল ইসলাম প্রমূখ।

আরো পড়ুন:
ঝিনাইদহে লাইকি ও টিকটকররা রয়েছে পুলিশের টার্গেটে

প্রদর্শনী মেলা শেষে ৩ জন খামারীকে পুরস্কার বিতরণ করা হয় । এছাড়ও অন্যান্য খামারিদের মধ্যে নগদ অর্থ দেওয়া হয়।