কালীগঞ্জে প্রানীসম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্ঠিত

পুষ্টি, মেধা ও দারিদ্র্য বিমোচন লক্ষে কালীগঞ্জে প্রানীসম্পদ প্রদশৃনী ২০২১ অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে শনিবার দিনব্যাপী প্রদর্শনী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার।

উপজেলা প্রানীসম্পদ দপ্তর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রানীসম্পদ প্রদর্শনী কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু ও পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। অনুষ্ঠানে উপস্থিত খামারীরা তাদের বক্তব্যে পশু পালনের নানান অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

প্রানীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এবং মৎস ও প্রানীসম্পদ মন্ত্রনালয়ের সহযোগীতার দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রদর্শনীতে প্রায় ২৫ টি গবাদি পশু পাখিদের ষ্টল প্রদর্শন করা হয়।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে উন্নত জাতের গরু, ছাগল, কবুতর ও হাস-মুরগী নিয়ে খামারীরা অংশ নেয় অনুষ্ঠান শেষে প্রদর্শনীতে অংশ নেওয়া শ্রেষ্ট খামারীদেরকে পুরষ্কৃত করা হয়।