বদলগাছীতে সমাজসেবা কার্যালয় থেকে উপকারভোগীরা পাচ্ছেন প্রায় সাড়ে ৯ কোটি টাকা

কোনো প্রকার হয়রানি ও মাধ্যম ছাড়া নওগাঁর বদলগাছী উপজেলার সমাজসেবা কার্যালয় থেকে ৮টি ইউনিয়নে ১৩ হাজার ৮৪৭ জন উপকারভোগীদের প্রায় সাড়ে ৯ কোটি টাকার ভাতা সরাসরি উপকারভোগীদের মোবাইল ফোনে পৌঁছে দেয়া হচ্ছে।

জিটুপি পদ্ধতিতে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে এবারই প্রথম সরাসরি উপকারভোগীদের হাতে বরাদ্দকৃত এই টাকা পৌঁছে দিচ্ছে উপজেলা সমাজসেবা কার্যালয়।

বদলগাছী উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২০-২১ অর্থ বছরে জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে বার্ষিক ৬ হাজার ৭৭১ জন বয়স্ক পুরুষ ও নারীর বয়স্ক ভাতা হিসাবে ৪ কোটি ৬ লাখ ২৬ হাজার টাকা, মাসিক ৫০০ টাকা হারে বার্ষিক ৩ হাজার ২শত ৪৬ জনকে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা হিসাবে ১ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার টাকা, মাসিক ৭৫০ টাকা হারে বার্ষিক ৩ হাজার ৫৪৩ জনকে প্রতিবন্ধী ভাতা হিসাবে ৩ কোটি ১৮ লাখ ৮৭ হাজার টাকা, মাসিক ৬০০ টাকা হারে বার্ষিক ৯ জন তৃতীয় লিঙ্গের মানুষকে দেয়া হচ্ছে ৬৪ হাজার ৮০০ টাকা, মাসিক ৫০০ টাকা হারে বার্ষিক অনগ্রসর জনগোষ্ঠীর ৯১ জনকে ৫ লাখ ৪৬ হাজার টাকা, অনগ্রসর জনগোষ্ঠীর ৩৩ জন শিক্ষার্থীকে স্তর ভিত্তিক ৩ লাখ ৩৬ হাজার ৬০০ টাকা এবং ১৫৪ জন প্রতিবন্ধীকে শিক্ষা উপবৃত্তি হিসেবে ১৫ লাখ ৭০ হাজার ৮শত টাকার ভাতা চলতি অর্থবছরে প্রদান করা হবে জুন এর মধ্যে দেয়া হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, উপজেলার আট ইউনিয়নে ১৩ হাজার ৮৪৭ জনকে প্রায় সাড়ে ৯ কোটি টাকা ভাতা দেয়া হচ্ছে। নগদ মোবাইল ব্যাংকিং এর আওতায় উপকারভোগীদের মোবাইলে পৌঁছে দেওয়া হচ্ছে।

আগের মতো ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় নষ্ট করতে হচ্ছেনা তাদের। তারা বাড়ির আশপাশের যেকোনো ‘নগদ’ এজেন্ট থেকে এই ভাতার টাকা তুলছেন।