চিতলমারীতে আরও একজনের করোনা শনাক্ত, ৩ বাড়ি লকডাউন

বাগেরহাটের চিতলমারীতে মাহামুদুল হাসান ওরফে শিবলী ফকির (৪৫) নামের এক ব্যবসায়ীর করোনা শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রিপোর্টে তার করোনা পজেটিভ এসেছে। মাহামুদুল হাসান ওরফে শিবলী ফকিরের বাড়ি উপজেলার বড়বাড়িয়া মৈজোড়া গ্রামে। বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসন তার বাড়িসহ তিনটি বাড়ি ঘোষনা করেছেন।

এ সময় চিতলমারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা মেডিকেল অফিসার ডা. জিয়াউল আদনান রুমেল, থানার ওসি (তদন্ত) মো. ইকরাম হোসেন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:
ভোলার শশীভূষণে বজ্রপাতে দুই শিশু নিহত,আহত দুই
বেনাপোলে অস্ত্র-গুলি ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক
চিতলমারীতে আরও একজনের করোনা শনাক্ত, ৩ বাড়ি লকড ডাউন

ডা. জিয়াউল আদনান রুমেল জানান, বর্তমান শিবলীর শরীরে নিউমনিয়া, জ্বরসহ বিভিন্ন উপসর্গ রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়িটি লগড ডাউন ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া দুপুর ১ টায় হাসপাতাল থেকে ওই বাড়ির সদস্যদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে গেলে তাদের সাথে অসৌজন্যমূলক আচরন ও সরকারী কাজে বাধা দানের অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যাক্তিকে একহাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

জুন, ০৩, ২০২১ at ১৮:৪৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/সক/এসএমআর/এমআরএইচ