ভেটেরিনারি কলেজ এলাকা থেকে মেহেরপুরের ভুয়া পুলিশ আটক

ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ এলাকায় ভুয়া পুলিশের তিন সদস্যে আটক করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মো. মুনতাসিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ শাখার এসআই আবুজার গিফারি এসআই মাহফুজ হোসেন সংগীয় ফোর্স সহ রবিবার সন্ধা ৮ টায় ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভুয়া পুলিশের তিন সদস্যকে আটক করেন।

এ সময় তাদের কাছথেকে একটি লোহার তৈরী পিস্তল সাদৃশ্য গ্যাসলাইট পাওয়া যায়।যাহা বেক্সিসেনের কভার দ্বারা বেল্টের সাথে কোমরে ঝুলানো ছিল। এবং পুলিশের স্টিকার লাগানো একটি লাল রং এর এপাসি ফোর ভি ১৬০ সিসি মটর সাইকেল জব্দ করা হয়,যাহার নম্বর চুয়াডাঙ্গা ল- ১১-৯০৩১। আটকের সময় তারা নিজেদের পুলিশ সদস্য বলে পরিচয় দেয় পরে প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা ভুয়া পুলিশ সনাক্ত হয়।

আরো পড়ুন:
থানচিতে বলিপাড়া ইউনিয়নের বাজেট পেশ
কয়লা ব্যবসায়ী কুদ্দুছের মেয়ে বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ !

আটককৃতরা হলেন, মেহেরপুর উপজেলার বাড়াদি ইউনিয়নের বড়শিবাড়িয়া গ্রামের পুরাতন পাড়ার মোঃ নাজমুল হক (২৬) পিতা মোঃ আরিফ হোসেন। মোঃ লিখন আলী (২২) পিতা মোঃ নুরইসলাম। মোঃ রনি (২৫) পিতা মোঃ ওলিউর রহমান।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আটককৃত তিন জন ব্যক্তি পুলিশ পরিচয়ে প্রতারণা করার উদ্দেশ্য নিয়ে ঝিনাইদহ আসছিল,সোমবার তাদেরকে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।