যশোর খুলনা রাজশাহীসহ ৭ জেলায় লকডাউন দেওয়ার সুপারিশ

সংক্রমণ বাড়ায় সীমান্তবর্তী আরও সাত জেলায় লকডাউনের সুপারিশ করা হয়েছে। শনিবার (২৯ মে) অনলাইনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এপিডেমিওলজি এন্ড পাবলিক হেলথ ডিজিএইচএসর বিশেষজ্ঞ কমিটি এই সুপারিশ করেছে।

বিশেষজ্ঞ কমিটি যেসব এলাকায় কঠোর লকডাউন এর সুপারিশ করেছেন সে জেলাগুলো হলো, রাজশাহী, নওগাঁ, নাটোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, যশোর, খুলনা।‌

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কমিটির সদস্য আবু জামিল ফয়সাল ভোরের কাগজকে বলেন, যেসব এলাকায় সংক্রমণ অনেক বেড়ে গেছে সেসব এলাকার বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে কমিটির পক্ষ থেকে কঠোর লকডাউনের পরামর্শ দেওয়া হয়েছে।

গতকাল যে তথ্য ছিল তাতে দেখা গেছে সাতক্ষীরায় সংক্রমণের হার ৬৬ শতাংশ, চাপাইনবাবগঞ্জে ৩৪ শতাংশ, রাজশাহীতে ২২ শতাংশ, খুলনায় ১৭ দশমিক 8 শতাংশ, কুষ্টিয়ায় ১৬ দশমিক ৭৯ শতাংশ এছাড়া নাটোর নওগাঁ ও যশোর জেলাতেও এ হার অনেক বেশি। শুধু লকডাউন দিলেই হবে না এ কার্যক্রমে মানুষের সম্পৃক্ততা বাড়ানোর সুপারিশও করা হয়েছে। লকডাউন হয়ে গেলে প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে।