রাজশাহীতে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন

রাজশাহীতে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে দিনটি উদযাপন করা হয়। সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমীর অধ্যক্ষ খন্দকার গোলাম ফারুক।

আরো পড়ুন:

শিবচরে কয়েলের আগুনে অঙ্গার প্রতিবন্ধী

মহেশপুর সীমান্তে একই পরিবারে ৫ সদস্য করোনায় আক্রান্ত

সকালে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় হয়। এরপর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আত্মত্যাগকারী দেশের বিভিন্ন বাহিনীর সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক জয়দেব কুমার ভদ্র। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, মজিদ আলী, অতিরিক্ত ডিআইজি টিএম মোজাহিদুল ইসলাম রাজশাহী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল খালেক, র‌্যাব-৫ এর অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তালুকদার, জেলার পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন সেনাবাহিনীর মেজর আহসান হাবিব প্রমুখ।