আজও ফেরি ঘাটের প্লাটুন থেকে পড়ে গেল যাত্রীবাহী মাইক্রোবাস, নিখোঁজ ৫

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে প্লাটুন থেকে যাত্রীসহ মাইক্রোবাস পানিতে পড়ে গেছে। মঙ্গলবার (১১ মে) দুপুরে এ ঘটনা ঘটে। পরে ডুবে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। তবে ভেতরে থাকা ৫ থেকে ৬ জন যাত্রীকে খুঁজে পাওয়া যায়নি।

এর আগে সোমবার (১০ মে) কিবেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাট এলাকায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীসহ একটি মাইক্রোবাস পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে। তবে কোনো হতাহত ঘটেনি।

জানা যায়, ঢাকা মেট্রো চ-১৪-২৬০৮ নম্বরের মাইক্রোবাসটিতে ৫ থেকে ৬ জন যাত্রী ছিল। দুপুর সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিস গাড়ির পেছনের বনেটে দড়ি বেঁধে গাড়িটি উদ্ধার করে। তবে এ সময় গাড়ির ভেতর কোনো যাত্রী পাওয়া যায়নি। তাদের ভাগ্যে কি ঘটেছে তা এখনো অনিশ্চিত। ফায়ার সার্ভিসের ডুবুরি এবং পুলিশ ঘাট এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

এদিকে, পুলিশ গাড়ির নম্বর সংগ্রহ করে মালিক কে খোঁজার চেষ্টা করছে এবং গাড়িটি কোথায় যাচ্ছিল তা জানার চেষ্টা চলছে।