তথ্যসেবা কর্মীর বিরুদ্ধে নারীদের কুপ্রস্তাবসহ অর্থ আত্মসাতের অভিযোগ

পটুয়াখালীর দশমিনায় বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কর্মী মহিউদ্দিনের বিরুদ্ধে মাতৃতত্বকালীন ভাতাভোগী নারীদের কুপ্রস্তাব ও অর্থ আত্নসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ইউনিয়নের চার নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে তারা উল্লেখ করেন, মহিউদ্দিন দীর্ঘ দিন ধরে জন্মনিবন্ধনসহ বিভিন্ন তালবাহানায় ভাতাভোগী নারীদের অর্থ আত্মসাৎ করে আসছেন। এছাড়া তিনি ভাতার কার্ডের সাথে ছবি সংযুক্ত করার কথা বলে নারীদের বিভিন্ন অঙ্গভঙ্গির ছবি তুলেন এবং অনৈতিক কাজের জন্য কুপ্রস্তাব দেন।

এমন কর্মকান্ড ভুক্তভোগী ওই চার নারীর সাথে করা হয়েছে। তাই তারা মহিউদ্দিনের বিচারের দাবিতে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মবকর্তা আল-আমিন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।