জয়পুরহাটে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করোনার বিস্তার ঠেকাতে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া জয়পুরহাটে দুইশত পঞ্চাশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে আল-ওয়াহাব ফাউন্ডেশন ও প্রফেসর পাড়া হেল্পিং হ্যান্ড এর উদ্যোগে এবং এ্যাড.তানজির আল ওয়াহাবের সহযোগিতায় শহরের হাজি বদর উদ্দিন রোডে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে এসব সামগ্রী তুলেদেন জয়পুরহাট পৌর সভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মামুনুর রশীদ মামুন।

এসময় আল-ওয়াহাব ফাউন্ডেশন ও প্রফেসর পাড়া হেল্পিং হ্যান্ড এর সভাপতি আল-আমিন সবুজ, সাধারণ সম্পাদক মনোয়ার চৌধুরি. সহ সাধারণ সম্পাদক ফজলে বীন রয়েল, সদস্য রানা উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরণের সময় আল-ওয়াহাব ফাউন্ডেশন ও প্রফেসর পাড়া হেল্পিং হ্যান্ড এর সভাপতি আল-আমিন সবুজ বলেন, দেশের মানুষ আজ একটি ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করছেন। মানুষের পেটে আগের দিনের মতো খাবার নেই। আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। পরিবার নিয়ে কষ্টে থাকা এই মানুষগুলোর কথা চিন্তা করে তাদের পাশে এই মুহূর্তে দাঁড়ানো দরকার বলে আমরা মনে করছি। আসুন আমরা সবাই এই কর্মহীন মানুষের পাশে দাড়ায়।