ভারত থেকে চিকিৎসা নিয়ে আসা ভোলায় এক শিক্ষকের বাড়ি লকডাউন

ভারত থেকে চিকিৎসা নিয়ে ভোলার লালমোহনে আসা শিক্ষক বজলুর রহমানের বাড়ি লকডাউন করেছেন প্রশাসন। শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমানের নেতৃত্বে লালমোহন পৌরসভার ৪ নং ওয়ার্ড মাস্টারপাড়া এলাকায় ঐ শিক্ষকের বাড়িটি লকডাউন করা হয়।

শিক্ষক বজলুর রহমান লালমোহন উপজেলার চরভূতা লেঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত ১৩ এপ্রিল তিনি চিকিৎসার জন্য ভারতের চেন্নাই যান। ভারত থেকে চিকিৎসা শেষে শুক্রবার লালমোহন আসেন।

খবর পেয়ে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে বজলুর রহমানের বাড়ি লাল পতাকা টানিয়ে ১৪ দিনের জন্য লকডাউন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান বলেন, ১৪ দিন বজলুর রহমান একটি কক্ষে নিরাপদে থাকতে হবে। তার খাওয়া দাওয়া সব পৃথক হবে। যদিও শিক্ষক বজলুর রহমান সুস্থ আছেন।

এপ্রিল ৩০, ২০২১ at ২২:০৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/কেএস/এমআরএইস