পাইকগাছার উলুবুনিয়া নদী খননের অনিয়মের প্রতিবাদ ও নদী খননের দাবীতে ইউনিয়ন বাসির মানব বন্ধন

পাইকগাছায় লতা ইউনিয়নের উলুবুনিয়া নদী খননের অনিয়মের প্রতিবাদ ও সিডিউল মোতাবেক নদী খননের দাবীতে ইউনিয়ন বাসি মানব বন্ধন করেছে। বৃহষ্পতিবার বিকাল ৪ টায় ইউনিয়নের শামুকপোতা বাজারের চৌরাস্থা মোড়ে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

ইউপি সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়ের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য আলমগীর খলিফা, আজিজুল বিশ্বাস, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সসভাপতি নির্মল চচন্দ্র বৈদ্য, আ’লীগ নেতা দিপক রায়, দীলিপ দাশ, আবু মুসা সরদার, বিষ্ণুপদ মন্ডল, জয়ন্ত মন্ডল, বাচ্চু সানা, বিশ্বজিৎ সরকার, সোবহান সানা, সজ্ঞয় সরকার, স্বপন মন্ডল, দ্রিজেন মন্ডলসহ অরো অনেকে।

বক্তারা বলেন, খাল খননে মুল কন্ট্রাকটার কাজটি না করে ভাড়াটিয়া লোক দিয়ে নদী খনন করছে। তারা যেনতেন ভাবে কাজ করে চলে যাবার চেষ্টা করছে। আমরা এলাকাবাসী তা হতে দিবনা।

সরকারী সিডিউল মোতাবেক ৮৫ ফুট চওড়া, ৫ ফুট গভির ও ৬৫ ফুট তলা নির্ধারিত রয়েছে। বক্তারা আরো বলেন আমাদের নদী সরকারী সিডিউল মোতাবেক খনন করতে হবে। তা না হলে ইউনিয়ন বাসিকে সাথে নিয়ে উপজেলায় পরবর্তিতে জেলায় মানব বন্ধন করবো।

এপ্রিল ২৯, ২০২১ at ১৯:২৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আই/এমআরএইস