দিনাজপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ , ২০২১ এর শুভ উদ্বোধন

খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রনালয় এর আয়োজনে দিনাজপুরে অভ্যন্তরীণ বোরো ধান- চাল সংগ্রহ -২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২৮ এপ্রিল বুধবার ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর -১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল।

দিনাজপুর সিএসডি গোডাউন চত্বরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার), সদর উপজেলা নিবার্হী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, জেলা চাউলকল মালিক গ্রুপ এর সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রেজাউল ইসলাম,সিএসডি ব্যবস্থাপক মিজানুর রহমান, তদারকী কর্মকর্তা আসাদুজ্জামান রেজা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন প্রমুখ।

এবারে দিনাজপুর জেলায় বোরো ধান সংগ্রহের ২১ হাজার ৬৪ মেট্রিকটন , ও গম ১ হাজার ৪ শত ৭৩ মেট্রিকটন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা কেজি দরে চাল কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয় করবে সরকার।

এপ্রিল ২৮, ২০২১ at ১৯:৩৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআরএইস/এমআরএইস