পাইকগাছার কুমখালীর বাসিন্দা, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যু

পাইকগাছার নমিতা মন্ডল (৬৫) নামে এক মহিলা করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন। মঙ্গলবার গভীর রাতে খুলনার কোভিড হাসাপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন বলে কোভিড হাসপাতাল সুত্র নিশ্চিত করেছেন।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে’র করোনা মুখপাত্র ডাঃ ইফতেকার বিন রাজ্জাক জানান,করোনায় মৃত্যু নমিতা মন্ডল পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউপি’র দক্ষিন কুমখালী গ্রামের মৃতঃ সুধীর মন্ডলের স্ত্রী।

মৃতের পারিবারিক সুত্র জানান, নমিতা মন্ডল ১১ এপ্রিল গ্রামের বাড়ীতে ব্রেন স্টোকে আক্রান্ত হলে খুলনার একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট দেখা দিলে ২৬ এপ্রিল খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

নমূনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১ টা ৫৫ মিনিটে মৃত্যু বরন করেন। বুধবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের তত্বাবধানে রুপসা মহা শ্বশ্মানঘাটে মৃতের সৎকার সম্পন্ন হয়েছে বলে পারিবারিক ভাবে জানানো হয়েছে।

এপ্রিল ২৮, ২০২১ at ১৬:৩১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আইএইস/এমআরএইস