গাইবান্ধায় ঐতিহ্যবাহী সংগঠন ছাত্র ইউনিয়নের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

“শোষিতের সংগ্রামে শ্লোগানে মিছিলে আমরাই লিখবো মুক্তির গান” এই শ্লোগানকে সামনে রেখে লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন’র ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা শাখা বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও র‍্যালী।

আলোচনা সভায় গাইবান্ধা জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ওয়ারেছ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান মুকুল, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মৌসুমী খাতুন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিনোদ চন্দ্র, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাজন, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জাকির মিয়স, আবু সাঈদ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মৈত্রিয় হাসান জয়িতা।

এপ্রিল ২৬, ২০২১ at ১৩:৪৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসকেবি/এমআরএইস