সোনারগাঁয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজত ইসলামের নেতা-কর্মীদের ভাংচুর ও লুটপাটের ঘটনার মামলায় উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৯ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, ৩ এপ্রিল বাংলাদেশ হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এক নারীকে নিয়ে সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে অবরুদ্ধের খবর ফেসবুক লাইভে ছড়িয়ে পড়লে হেফাজতের অন্যান্য কর্মীরা রয়েল রিসোর্টে ভাংচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে তারা উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, উপজেলা যুবলীগ সভাপতির ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তান্ডব চালায়। এসব ভাংচুর, লুটপাট ও তান্ডবের ঘটনায় সোনারগাঁ থানায় একে একে ৭টি মামলা দায়ের করা হয়। তবে গ্রেফতারকৃত আব্দুর রউফ ওই মামলায় এজাহারভুক্ত আসামি।

আব্দুর রউফ এর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

এপ্রিল ১৯, ২০২১ at ১৫:১৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এমআরএইস