গোবিন্দগঞ্জে ৮৩ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রাম থেকে ৮৩ কেজি ওজনের দুর্লভ কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। ৮৩ কেজি ওজনের বিষ্ণুমূর্তিটির আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামে সরকারি পবনা পুকুর খনন করার সময় কালো পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তির পুরাকৃর্তি পাওয়া যায়। যার ওজন ৮৩ কেজি হবে। পরবর্তীতে পুকুরের পাহারাদার ভোলা (২৭) সেটিকে অন্যের বাড়িতে লুকিয়ে রাখে। ভোলা ওই গ্রামের শৈলেন চন্দ্রের ছেলে।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এএসআই আনোয়ার হোসেন গভীর রাতে অভিযান চালিয়ে গ্রামের আমিরুলের বাড়ির পিছনে মাটির নিচ হতে ৪০ ইঞ্চি দৈর্ঘ্যের ও ১৯ ইঞ্চি প্রস্থতার বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে।

ওসি আরো জানান, উদ্ধারকৃর্ত বিষ্ণুমূর্তিটি আদালতের অনুমতি সাপেক্ষে মহাস্থান প্রত্ততাত্নিক জাদুঘরে জমা দেয়া হবে।

এপ্রিল ১৭, ২০২১ at ২২:২৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসকেবি/এমআরএইস