গোলশূন্য ড্রয়ে রিয়াল মাদ্রিদ বিদায় করল লিভারপুলকে

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ বৃহস্পতিবার লিভারপুলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তাতেই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত হলো জিনেদিন জিদানের শিষ্যদের। প্রথম লেগে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে অল রেডদের ৩-১ গোলে হারিয়েছিল তারা। ওই ম্যাচে রিয়ালের হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র। অন্য গোলটি টনি ক্রুসের।

আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে প্রথম লেগে হারের পর মাঠের দোষ দিয়েছিলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। মাঠের মান ভাল নয় বলে অভিযোগ করেছিলেন তিনি। তাই ধারনা করা হচ্ছিল দ্বিতীয় লেগে নিজেদের মাঠে অবিশ্বাস্য কিছু করবে মোহামেদ সালাহ-সাদিও মানেরা। ২০১৯ সালে বার্সার বিপক্ষে এমন নজির দেখিয়েছিল লিভারপুল। সেবার সেমিফাইনালের প্রথম লেগে বার্সার মাঠে ৩-০ গোলে হারের পর নিজেদের মাঠে ফিরতি লেগে ৪-০ গোলে জিতে ক্লপ শিষ্যরা। কিন্তু আজ রিয়াল মাদ্রিদের বিপক্ষে এমন ঘটনার পুনরাবৃত্তি করতে পারেনি তারা। অবশ্য তারা যে ভাল খেলেনি তা নয়। বেশ কয়েকটি শক্ত আক্রমণ করেছে রিয়াল মাদ্রিদের গোল অভিমুখে। কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি।

আজকের ড্রয়ের ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে জিতে সেমিফাইনালে উঠেছে বেনজেমা বাহিনী। টুর্নামেন্টের শেষ চারে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আরেক ইংলিশ ক্লাব চেলসিকে। কোয়ার্টার ফাইনালে চেলসি পর্তুগিজ ক্লাব পোর্তোকে হারিয়ে শেষ চারের টিকেট পায়।

এপ্রিল ১৫, ২০২১ at ১২:০৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/ভিকে/এমআরএইস