ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা, দুইজন নিহত

সাভারে পেঁয়াজবোঝাই একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেওয়ায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। হতাহত সবাই প্রাইভেট কারের যাত্রী।

প্রতক্ষদর্শীরা জানান মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে সাভারের সালেহপুর সেতুর ওপর দাঁড়িয়ে থাকা একটি পেঁয়াজবোঝাই ট্রাকের পেছনে রাজধানীগামী দ্রুতগতির প্রাইভেট কারটি ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যায়।

এসয় স্থানীয় লোকজন গাড়ির ভেতর থেকে দুটি মরদেহ উদ্ধার করে। এবং আহত তিনজনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহতরা হলেন- ঢাকার দোহার থানার ফেরদৌস আলমের স্ত্রী পুতুল বেগম (২৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার ঠান্ডা পশ্চিমপাড়া গ্রামের মিলন খাঁর ছেলে জামাল খাঁ (৩২) আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এব্যাপারে সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাদ করিম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় আনা হয়েছে। একই সঙ্গে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এপ্রিল ১৩, ২০২১ at ১৮:২২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএইস/এমআরএইস