গাবতলীতে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যেগে বিক্রয় কেন্দ্র উদ্বোধন

কোভিট-১৯ জনিত কারন ও আসন্ন মাহে রমজান মাসে দুধ,ডিম, মাংস সরবরাহ স্বাভাবিক এবং খামারি ও ভোক্তার নিটক ন্যায্যমূল্যে সরবরাহ নিশ্চিত করনে লক্ষ্যে গাবতলেিত ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্র চালু করা হয়েছে।

গাবতলী উপজেলা প্রাণী দপ্তরের উদ্যেগে ১২ এপ্রিল সোমবার ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন সহকারী কমিশনার(ভুমি) সালমা আকতার, এ সময় উপিস্থত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোপেশ চন্দ্র সরকার, গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম, মিল্কভিটার ব্যাবস্থাপক ডাঃ বিপ্লব চন্দ্র অধিকারী, সার্জন ডাঃ শাহ আলমসহ ডেইরী ফার্মাস ও প্রেল্টি অনার্স এসোসিয়েশন নেতৃবৃন্দ। উপজেলা প্রাণী সম্পাদ দপ্তরের সার্বিক তত্বাবধানে ডেইরী ফার্মাস ও প্রেল্ট্রি অনার্স এসোসিসেয়েশনের মাধ্যমে এই কার্যক্রম চলমান থাকবে।কার্যক্রমে প্রতিদিন ৪৫ টাকা দরে ১শত১০ লিটার খাঁটি দুধ,২৬ টাকা হালি দরে ৯শত ৫০টি ডিম বিক্রয় করা হবে।

এপ্রিল ১২, ২০২১ at ২০:৪০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এআই/এমআরএইস