ঝিকরগাছায় যুব নারীদের দক্ষতা বৃদ্ধিমূলক নকশীকাঁথা প্রশিক্ষণ উদ্বোধন

“মুজিববর্ষের আহবান-যুব কর্মসংস্থান” শ্লোগান নিয়ে রোববার সকালে স্থানীয় বি. এম হাইস্কুলের খেলার মাঠের বিপরীতে রুপান্তর হস্তশিল্প হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজন এবং পেন ফাউন্ডেশনের সহযোগিতায় সামাজিক দুরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করে যুব নারীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কোর্সের আওতায় সপ্তাহব্যাপী নকশীকাঁথা প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান।

উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আবর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বি. এম কামরুজ্জামান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালা’র প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ। প্রশিক্ষণে ২৫জন হতদরিদ্র, বিধবা, বেকার যুব মহিলা অংশগ্রহণ করেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে রাইটস যশোরের সহযোগিতায় হাইজিন কিটস বিতরণ করা হয়।

এপ্রিল ১১, ২০২১ at ১৮:১৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএ/এমআরএইস