রাণীশংকৈলে ঢাকাগামী নাজ কোচের সুপারভাইজার ও ড্রাইভারকে জরিমানা

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী বাজারে ৮ এপ্রিল সন্ধ্যা ৭ টায় ঢাকাগামী নাজ ক্লাসিক পরিবহন (ঢাকা মেট্রো ব-১১৬৩৯৬) এর সুপারভাইজার নুরুজ্জামান ও ড্রাইভার ফারক আহম্মেদকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

করোনাকালে সরকারি নিষেধ অমান্য করে এবং স্বাস্থ্যবিধি না মেনে ২০ জন যাত্রিকে জীবনের ঝুঁকির মধ্যে ঢাকা নিয়ে যাওয়ার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় সুপারভাইজারকে ৫ হাজার ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ড্রাইভার কে সড়ক পরিবহন আইনে ৫ হাজারসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা। এ সময় ভূমি অফিসের অফিস সহকারি ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এপ্রিল ০৮, ২০২১ at ২০:২৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এইসকে/এমআরএইস