লকডাউন বাস্তবায়নে কাজ করছে মতলব উত্তর থানা পুলিশ

করোনা ভাইরাসের পাদুর্ভাব বেড়ে যাওয়ায় সারাদেশে ৭ দিনের লকডাউন দিয়েছে সরকার। লকডাউন বাস্তবায়নে কাজ করছে চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ। মঙ্গলবার (৬ এপ্রিল) দিনব্যাপী বিভিন্ন হাট বাজারে জনসচেতনতামূলক কার্যক্রম করছেন ওসি মুহাম্মদ শাহজাহান কামাল। সাথে ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ আলম।

এসময় ওসি মুহাম্মদ শাহজাহান কামাল ব্যবসায়ী ও ক্রেতাদের উদ্দেশ্যে বলেন, ১৮ টি নির্দেশনা নিয়ে সরকার লকডাউন দিয়েছে। ভোর ৬ টা থেকে সন্ধ্যা পর্যন্ত খাদ্য ও ওষুধের দোকান খোলা থাকবে। আর জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। আর সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত বের হওয়া যাবে না। আপনারা সরকারি নির্দেশনা মেনে চলুন, নিজে করোনা ভাইরাস থেকে বাচুঁন অন্যকেও বাঁচান। তিনি বলেন সকলে আইন মানেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন। যে লকডাউন মানবে না তাকেই আইনের আওতায় আনা হবে।

এপ্রিল ০৬, ২০২১ at ১৫:১৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআই/এমআরএইস