কোটচাঁদপুরে লক-ডাউন নিশ্চিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

ঝিনাইদহের কোটচাঁদপুরে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনায় লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। এসময় সচেতনতার পাশাপাশি সরকারি আদেশ অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করা হয়।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রিপন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নির্দেশ অমান্য করায় সাড়ে ১২’শ টাকা জরিমানা আদায় করেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী অফিসার জানান, কভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানা ও জনসমাগমের দুরুত্ব বজায় এবং ব্যবসায়ী সহ সকল জন-সাধারণের লকডাউন মেনে চলতে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সেই সাথে জনসাধারণকে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।