ভিক্ষুক পুনবার্সন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় গাভী বিতরণ

বগুড়ার শিবগঞ্জে ভিক্ষুক পুনবার্সন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ৩ টি গাভি বিতরণ করা হয়েছে। ৫ এপ্রিল সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে ও পৌর এলাকার পাইকপাড়া গ্রামে ভিক্ষুকদের এ গাভী বিতরণ করা হয়।

জানা যায়, শিবগঞ্জ পৌর এলাকার পাইকপাড়া গ্রামের মৃত: সেকেন্দার আলীর স্ত্রী কাজলী বিবি (৬৮), মোকামতলা ইউনিয়নের আঁচলাই গ্রামের আসমা বেগম (৬২) ও রায়নগর ইউনিয়নের কাজীপুর গ্রামের আকলিমা বেগম (৬৩) দীর্ঘদিন যাবৎ ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করে আসছিলো। উপজেলা প্রশাসনের নজরে আসলে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিক্ষুক পুনবার্সন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার এই ৩জন ভিক্ষুককে পুনবার্সনের লক্ষ্যে ১টি করে গাভী উপহার প্রদান করা হয়।

উক্ত গাভী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি প্রমুখ।

এপ্রিল ০৫, ২০২১ at ১৯:৪৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরআইআর/এমআরএইস