নরসিংদীতে প্রথম দিনেই ঢিলেঢালা লকডাউন

নরসিংদীতে ঢিলেঢালা ভাবে চলছে কডাউন। সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন চলাচল করতে দেখা গেছে, তবে যাত্রীর চাপ ছিল কম। শহরের দোকান পাটবন্ধ থাকলেও রাস্তায় চলাচল করছে জন সাধারণ ও ছোট ছোট যানবাহন। বেলা বাড়ার সাথে সাথে যানবাহন ও লোকজনের চলাচল বাড়ছে। লকডাউন কার্যকরে সড়ক মহাসড়ক ও শহরে তৎপরতা দেখা যায়নি প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর।

হাট-বাজরে ক্রেতা সাধারণ’র মাঝে অনেককেই যথাযথ ভাবে মাক্স পরিধান না করতে দেখা গেছে। এবং সামাজিক দূরত্ব বজায় না রেখে কেনা-কাটা দেখতে দেখা গেছে। তবে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের নেতৃত্বে কুইক রেসপন্সটিম শহরের বিভিন্ন সড়কে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখনো স্বাস্থ্য বিধি কঠোর ভাবে মানা না হলে জেলার করোনা পরিস্থিতির মারাত্মক অবনিতি ঘটবে।

এপ্রিল ০৫, ২০২১ at ১৬:২৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/ইএফ/এমআরএইস