করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযান

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার বাসস্ট্যান্ডে করোনা ভাইরাস (Covid-19) প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা কালে মোট ১১ জনকে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্য বিধি না মানার অপরাধে মোট ৩ হাজার ৮ শত টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

রবিবার বেলা ১২ টার সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এর নেতৃত্ব দামুড়হুদা বাসস্ট্যান্ডে স্বাস্হ্যবিধি সংক্রান্ত সচেতনতামূলক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় গণপরিবহনসহ পথচারী মানুষকে করোনা ভাইরাস (Covid-19) প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযান করা হয়। মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্য বিধি না মানার অপরাধে সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) আইনে মোট ১১ জনকে ৩ হাজার ৮ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। সহযোগিতায় ছিলেন পেশকার জিহন আলীসহ দামুড়হুদা মডেল থানার পুলিশ সদস্যরা।

এপ্রিল ০৪, ২০২১ at ১৭:০০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটিআর/এমআরএইস