করোনাভাইরাসের বিস্তার রোধে সোমবার থেকে গণপরিবহন বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের বিস্তার রোধে আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে গণপরিবহন বন্ধ থাকবে। তবে পণ্যপরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

রবিবার (৪ মার্চ) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে শনিবার (৩ এপ্রিল) করোনার বিস্তার রোধে সোমবার থেকে সারা দেশে লকডাউনের বিষয়টি জানান ওবায়দুল কাদের। এর পরপরই লকডাউনে জরুরি খাদ্যবাহী ট্রেন ছাড়া সব প্রকার যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এপ্রিল ০৪, ২০২১ at ১২:৪১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/ভিকে/এমআরএইস