হেফাজতের ডাকা হরতাল নরসিংদীতে কঠোরভাবে পালিত হচ্ছে

হেফাজত ইসলামী ঢাকা সকাল-সন্ধ্যা হরতাল নরসিংদীতে কঠোরভাবে পালিত হয়েছে। ভোরের দিকে নরসিংদী থেকে ঢাকার উদ্দেশ্যে কয়েকটি বাস ছেড়ে গেলেও বেলা বাড়ার সাথে সাথে আন্দোলনকারীদের তৎপরতায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে মোটর সাইকেল ও রিক্সা-ভ্যান সীমিত আকারে চলাচল করছে।

নরসিংদী জেলা বাস মালিক সমিতির সভাপতি এএইচএম জাহাঙ্গীর জানিয়েছেন, যাত্রী এবং যানবাহনের নিরাপত্তার স্বার্থে তারা যানবাহন চলাচল বন্ধ রেখেছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে আবারো যথারিতি বাস চলাচল শুরু করা হবে।

এদিকে শহরের বিভিন্ন সড়কে হেফাজত ইসলামী কর্মী সমর্থকরা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রাখে। এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানো মোড়ে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে সড়ক অপরোধ করে রাখে এবং বিক্ষোভ সমাবেশ করে হেফাজত নেতাকর্মীরা। সেখানে নেতৃবৃন্দ ঘোষণা দেন পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচী অব্যাহত থাকবে।

মার্চ ২৮, ২০২১ at ১৯:০০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআইএফ/এমআরএইস