ইংলিশ প্রিমিয়ার লিগে বাকিসব ক্লাবের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ম্যানচেস্টার সিটি

একের পর এক জয়ে পয়েন্ট টেবিলে ব্যবধানটাও করছে স্পষ্ট। লিগের আর মাত্র নয় ম্যাচ বাকি থাকতে দুই নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে গেছে সিটিজেনরা। শেষ নয় ম্যাচ থেকে মাত্র ১৬ পয়েন্ট নিতে পারলেই পঞ্চমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে পেপ গার্দিওলার শিষ্যরা।বুধবার রাতে সাউদাম্পটনকে ৫-২ গোলের বড় ব্যবধানে উড়িয়ে আবার জয়ের ধারায় ফিরেছে ম্যান সিটি। এর আগে নিজেদের শেষ ম্যাচে ম্যান ইউর কাছে ০-২ গোলে হেরে গিয়েছিল তারা।

তবে সেই হারের স্মৃতি ভুলতে একদমই সময় নেননি কেভিন ডি ব্রুইন, রিয়াদ মাহরেজরা। নিজেদের ঘরের মাঠে সাউদাম্পটনকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছেন তারা। অবশ্য ম্যাচের শেষ আধঘণ্টায় কোনো গোলের দেখা পায়নি সিটিজেনরা।

ম্যাচের ১৫ মিনিটে দলকে এগিয়ে দেন ডি ব্রুইন। দশ মিনিট পর পেনাল্টি থেকে সেটি শোধ করে দেন জেমস ওয়ার্ড। তবে এতে তেমন সমস্যা হয়নি। বিরতিতে যাওয়ার আগে আরও দুই গোল করে ম্যান সিটি।

প্রথমে ৪০ মিনিটের সময় রিয়াদ মাহরেজ আবার এগিয়ে দেন দলকে। পরে প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্কোরশিটে নাম তোলেন ইল্কায় গুন্ডোগান।দ্বিতীয়ার্ধে ফিরে দশ মিনিটের মধ্যে হালিপূরণ করেন মাহরেজ। এক মিনিট পর দলের পক্ষে দ্বিতীয় গোল করেন সাউদাম্পটনের চে এডামস। এর তিন মিনিট পর ম্যান সিটির পক্ষে পাঁচ নম্বর গোল করেন ডি ব্রুইন। ম্যাচের বাকি সময়ে আর গোল হয়নি।

এ জয়ের পর ২৯ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে ম্যান সিটি। দুই নম্বরে নামা ম্যান ইউর সংগ্রহ ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট। সাউদাম্পটন ২৮ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে অবস্থান করছে।

মার্চ ১১, ২০২১ at১০:১৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/জেএন/এমআরএইস