কেশবপুরে মানবপাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ে সিটিসি সভা

যশোরের কেশবপুর উপজেলা পরিষদের হলরুমে মানবপাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ে সিটিসি মিটিং সোমবার (০৮ মার্চ) সকালে চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশনের সহযোগীতায় ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, থানার ওসি জসীম উদ্দীন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা ও মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ। সভা পরিচালনা করেন ব্র্যাকের এইচ আর এল এস অফিসার আকরাম হোসেন ও ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ট্রেনিং অফিসার আজিমুল হক।

মার্চ ০৮, ২০২১ at ২১:৪৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআরএস/এমএসএইস