রেশন বাঁচিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

শনিবার রাঙ্গামাটি শহরের কাঠালতলী এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হওয়া ১৬ পরিবারের মাঝে নিজস্ব প্রাপ্ত রেশন বাঁচিয়ে আর্তমানবতার সেবায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সেনাবাহিনী রাঙ্গামাটি সদর জোন। রবিবার (০৭ মার্চ) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাঙ্গামাটি সদর সেনা জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর আব্দুর রাজ্জাক।

এসময় তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙ্গামাটি জেলার গরীব ও দুস্থ পরিবারে মাঝে সেনাবাহিনী নিজস্ব প্রাপ্ত রেশন বাঁচিয়ে আর্তমানবতার সেবায় দুস্থ জনগণের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী দেশের যেকোন দূর্যোগপূর্ণ মূহুর্তে জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এর ধারাবাহিকতায় রাঙ্গামাটি শহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলর জামাল উদ্দিন সহ সেনা সদস্যরা।

উল্লেখ্য,শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে রাঙ্গামাটি শহরের কাঁঠালতলী এলাকার খাদ্য গোডাউনের পিছনে ১৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

মার্চ ০৭, ২০২১ at২১:৪৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএআর/এমআরএইস