চৌগাছায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চৌগাছায় মুক্তিযুদ্ধ ভাস্কর্য দুর্জয় দুর্গে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ৮টায় উপজেলা প্রশাসন বাজারস্থ্য মুক্তিযুদ্ধ ভাস্কর্য দুর্জয় দুর্গে পুস্পমাল্য অর্পন করেন। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, চৌগাছা থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা, মৃধাপাড়া মহিলা কলেজ, তরিকুল ইসলাম পৌর কলেজ, চৌগাছা প্রেসক্লাব, চৌগাছা সরকারী কলেজ, সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন ভাস্কর্যে পুস্পমাল্য অর্পণ করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, নির্বাহী কর্মকর্তা মোঃ এনামুল হক, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা এস. এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিস মিশ্র জয়, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার, প্রধান শিক্ষক আজিজুর রহমান, পৌর কাউন্সিলর জিএম মোস্তফা, শাহীনুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল প্রমূখ উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষণের উপর গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হকের সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়সহ নেতৃবৃন্দ। আলোচনা শেষে শিশু কিশোরদের কন্ঠে বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

বিকাল ৩ টায় থানা পুলিশের উদ্যোগে থানা অভ্যান্তরে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টার দিকে উপজেলা বৈশাখী মঞ্চে ৭ মার্চের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-২ চৌগাছা ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) ডাঃ নাসির উদ্দিন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেলসহ শীর্ষ নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেয়।

মার্চ ০৭, ২০২১ at২০:১১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএমই/এমআরএইস