অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি স্যালো মেশিন ধ্বংস

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে স্যালো মেশিন চালিত ২টি মিনি ড্রেজার মেশিন ও ৫০০ মিটার পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন ওই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার বাঁকাকুড়া ও গান্ধিগাঁও এলাকায় অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় আনুমানিক ৫০০ মিটার পাইপ এবং বালু উত্তোলনে ব্যবহৃত দুটি স্যালো মেশিন জব্দ করে অকেজো করা হয়।
অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা দ্রুত সটকে পড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ বলেন, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ অভিযান চলমান থাকবে।

মার্চ ৬, ২০২১ at২০:৩৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরইবি/এমএসএইস